জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট পরিচিতি
২০২১-২২ সালের সার্কুলার অনুযায়ী- যেহেতু এবছরের সার্কুলার এখনো আসেনি।
1. কোন ইউনিটে কী কী সাবজেক্ট আছে।
2. কোনো ইউনিটে পরীক্ষা দিতে ন্যূনতম Requirement কী
3. কোন সাব্জেক্ট পেতে Requirement কী কী।
4. ইউনিট সমূহের মান বন্টন।
ইউনিট-(গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি )
বি.দ্রঃ A ইউনিটে পরীক্ষা দিতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
• ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে ন্যূনতম শর্তসমূহঃ-
• গণিত পেতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৮.০০ লাগবে এবং গণিতে A- (মাইনাস) গ্রেড থাকতে হবে।
• পরিসংখ্যান→ মোট জিপিএ ৮.০০→(পরিসংখ্যান/গণিতে A- গ্রেড)
• রসায়ন→ মোট জিপিএ ৮.৫০ →(রসায়নে A এবং গণিতে A- গ্রেড)
• পদার্থবিজ্ঞান→ মোট জিপিএ ৮.০০→(পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড)
• ভূতাত্ত্বিক বিজ্ঞান → মোট জিপিএ ৮.৫০→ (পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড
• কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং → মোট জিপিএ ৯.০০ (পদার্থবিজ্ঞান ও গণিতে A+ গ্রেড)
• পরিবেশ বিজ্ঞান → মোট জিপিএ ৮.৫০ (গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A- (মাইনাস) গ্রেড।
• ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি →মোট জিপিএ ৯.০০(পদার্থ ও গণিত/পরিসংখ্যানে A গ্রেড)
◽মানবন্টন
বাংলাঃ ৩
ইংরেজিঃ ৩
গণিতঃ ২২
পদার্থবিজ্ঞানঃ ২২
রসায়নঃ ২২
আইসিটিঃ ৮ নম্বর।
️ ইউনিট→(সমাজবিজ্ঞান ও আইন অনুষদ)
বি.দ্রঃ B ইউনিটে পরীক্ষা দিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসা শিক্ষা/সমমান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫০ ও আইন অনুষদের জন্য ৪.০০ থাকতে হবে।
• ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে ন্যূনতম শর্তসমূহঃ-
• অর্থনীতি সাবজেক্ট পেতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৮.০০ লাগবে এবং ইংরেজিতে A- ও গণিতে A গ্রেড থাকতে হবে।
• ভূগোল ও পরিবেশ→ মোট জিপিএ ৮.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
• সরকার ও রাজনীতি→ মোট জিপিএ ৮.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
• নৃবিজ্ঞান→ মোট জিপিএ ৮.০০ (বাংলায় ও ইংরেজিতে A-(মাইনাস) গ্রেড
• নগর ও অঞ্চল পরিকল্পনা→ মোট জিপিএ ৮.০০ (ইংরেজিতে A-(মাইনাস) ও গণিতে A গ্রেড
• লোক প্রশাসন→ মোট জিপিএ ৮.০০ (ইংরেজিতে A- থাকতে হবে)






