জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের F Unit সম্পর্কে বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের #F_Unit বিস্তারিত :

স্বপ্ন যাদের ” LAW ” ( আইন) :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ইউনিটে গতবছর ( Law) আবেদন করেছিল ৩৬ হাজার ৪৩৯ জন! সিট মাত্র ৬০ টা। প্রতি আসনে লড়াই করেছে ৬০৭ জন!!! বুঝতেই পারছো চান্স পাওয়া কত কঠিন । তাই এখন থেকে সর্বোচ্চ প্রিপারেশন নাও।

F ইউনিট ( Law ) এর বিস্তারিত তথ্য , প্রস্তুতির দিকনির্দেশনা / চান্স পেতে চাইলে যেভাবে প্রিপারেশান নিতে হবে :
F ইউনিট ( আইন অনুষদ ) :-
F ইউনিটে একটা সাবজেক্ট আছে।
১) Law & Justice ( আইন ও বিচার )

সকল গ্রুপের শিক্ষার্থীরাই F ইউনিটে পরীক্ষা দিতে পারে।

★মানবন্টন :
বাংলা – ২৫ ,
ইংরেজি – ২৫ ,
সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ( IQ) – ৩০

আবেদনের ন্যূনতম যোগ্যতা :
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৮.০০
উচ্চমাধ্যমিকে বাংলায় এবং ইংরেজিতে B গ্রেড।

পরীক্ষা পদ্ধতিঃ


F ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুণ করা হয়, এইচএসসি রেজাল্টকে ২.৫ দ্বারা গুণ করা হয় (চতুর্থ বিষয় সহ ) । অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।

F Unit ( আইন অনুষদ ) :

Male : সর্বোচ্চ : ৭৯ , সর্বনিন্ম : ৭০
Female : সর্বোচ্চ : ৮০ , সর্বনিন্ম : ৬৮

[ Out of 100 অর্থাৎ জিপিএ স্কোর সহ ]

আসন সংখ্যা :

আইন অনুষদ ( Law ) :
F ইউনিট : ছাত্র +ছাত্রী = মোট আসন সংখ্যা।

আইন ও বিচার : ৩০ + ৩০ = ৬০ টি

F ইউনিটে বাংলা ব্যতিত সকল প্রশ্ন ইংলিশ ভার্সনে হবে.

সার্কুলার অনুসারে ফরম তুলার যোগ্যতা:
A Unit বিজ্ঞান (7.50GPA, 3.50 সর্বনিম্ন_Higher Math_B)
B Unit মানবিক শাখা/ব্যবসা (7.00GPA, 3.50 সর্বনিম্ন_Bangla/English_B)
B Unit বিজ্ঞান শাখা (7.50GPA, 3.50 সর্বনিম্ন_Bangla/English_B)
C Unit মানবিক শাখা (6.00GPA, 3.00 সর্বনিম্ন_Bangla+English_B)
C Unit বিজ্ঞান/ব্যবসা (7.00GPA, 3.00 সর্বনিম্ন_Bangla+English_B)
C1 Unit মানবিক শাখা (6.00GPA, 3.00 সর্বনিম্ন)
D Unit বিজ্ঞান (8.00GPA, 3.50 সর্বনিম্ন_Biology_A-)
E Unit ব্যবসা/মানবিক (7.00GPA, 3.50 সর্বনিম্ন_English_B)
E Unit বিজ্ঞান (7.50GPA, 3.50 সর্বনিম্ন_English_B)
F Unit মানবিক/বিজ্ঞান/ব্যবসা (8.00GPA, 3.50 সর্বনিম্ন_Bangla+English_B)
G Unit মানবিক/ব্যবসা (8.00GPA, 4.00 সর্বনিম্ন_English_A-)
G Unit বিজ্ঞান (8.50GPA, 4.00 সর্বনিম্ন_English_A-)
H Unit বিজ্ঞান (8.00GPA, 3.50 সর্বনিম্ন_Physics+Math A)
I Unit মানবিক শাখা (7.00GPA, 3.00 সর্বনিম্ন_Bangla+English_B)
I Unit বিজ্ঞান/ব্যবসা (7.50GPA, 3.00 সর্বনিম্ন_Bangla+English_B)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button