
রাবির বি ইউনিটের ভর্তি যোগ্যতা , মানবন্টন, আসন সংখ্যা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ।
প্রাথমিক আবেদন: ১৫ মার্চ থেকে ২৭ মার্চ রাত ১২ টা
চূড়ান্ত আবেদন:
Final Application
1st Phase: 09-04-2023 to 15-04-2023
2nd Phase: 17-04-2023 to 19-04-2023
3rd Phase: 26-04-2023 to 29-04-2023
4th Phase: 01-05-2023 to 02-05-2023
প্রাথমিক আবেদন ফি ৫৫/- টাকা
চূড়ান্ত আবেদন ফি ১১০০/- টাকা
মোট আসন ৫৬০ টি
ভর্তি পরীক্ষা ৩১ শে মে ২০২২
আবেদনের ঠিকানা admission.ru.ac.bd
আবেদন যোগ্যতা
মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা B ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না। কেবল বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট/সার্টিফিকেট থাকতে হবে।
কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।
এইচএসসি গ্রুপ ভিত্তিক যোগ্যতা
মানবিক মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।
বাণিজ্য বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
বিজ্ঞান বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে।
ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অবশ্যই অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না।
প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/ সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে।
????প্রতি শিফটে সর্বোচ্চ ১৮ হাজার আবেদনকারীর ভর্তি পরীক্ষা নেয়া হবে।
রাবির বি ইউনিট মানবন্টন
১০০ নম্বরের MCQ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময় হবে ১ ঘন্টা। প্রতিটি ইউনিটে ৮০ টি প্রশ্ন থাকবে ।
এমসিকিউ পরীক্ষা ১০০ নম্বর
পাশ নম্বর ৪০ নম্বর
নেগেটিভ মার্কস ০.২৫ নম্বর
বানিজ্য বিভাগের জন্য মানবন্টন
বিষয় নম্বর = প্রশ্ন সংখ্যা
১। বাংলা ১০ = ৮ টি
২। ইংরেজি ২৫ = ২০ টি
৩। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫ = ২০ টি
৪। হিসাববিজ্ঞান ২৫ = ২০ টি
৫। আইসিটি ১৫ = ১২ টি
মোট ১০০ = ৮০ টি
❤️রাবির আইসিটির জন্য পড়তে পারেন গুরু আইসিটি সাজেশন ও ২৮ টি মডেল টেস্ট মূল্য ৮০ টাকা মাত্র। এই সাজেশনমূলক বইটি থেকে রাবিতে অনেক কমন আসে।❤️
বিজ্ঞান ও মানবিক বিভাগের জন্য
বিষয় নম্বর= প্রশ্ন সংখ্যা
১। বাংলা ২০= ১৬ টি
২। ইংরেজি ৩০= ২৪ টি
৩।সাধারণ জ্ঞান ২৫= ২০ টি
৪।আইসিটি ২৫ = ২০ টি
মোট ১০০= ৮০ টি
❤️রাবির আইসিটির জন্য পড়তে পারেন গুরু আইসিটি সাজেশন ও ১৬ টি মডেল টেস্ট মূল্য ৮০ টাকা মাত্র। এই সাজেশনমূলক বইটি থেকে রাবিতে অনেক কমন আসে।
রাবির বি ইউনিট আসন সংখ্যা ৫৬০ টি
বিজনেস স্টাডিজ অনুষদ:
১।হিসাববিজ্ঞান তথ্য ও ব্যবস্থাপনা-১১০
বাণিজ্য + বিজ্ঞান + মানবিক
১০০ ০৭ ০৩ = ১১০
২।ম্যানেজমেন্ট স্টাডিজ-১০০
বাণিজ্য + বিজ্ঞান + মানবিক
৮৫ ১২ ০৩ = ১০০
৩। মার্কেটিং-১১০
বাণিজ্য + বিজ্ঞান + মানবিক
৮৫ ২২ ০৩ = ১১০
৪। ফাইনান্স-১০০
বাণিজ্য + বিজ্ঞান + মানবিক
৮৫ ১২ ০৩ = ১০০
৫। ব্যাংকিং ও ইন্সুইরেন্স-৬০
বাণিজ্য + বিজ্ঞান + মানবিক
৫০ ০৮ ০২ = ৬০
৬। ট্যুরিজম এন্ড হসপিটালিটি-৩০
বাণিজ্য + বিজ্ঞান + মানবিক
২৫ ০৪ ০১ = ৩০
৭। ব্যবসায় প্রশাসন ইনস্টিউট (আইবিএ)
বাণিজ্য + বিজ্ঞান + মানবিক
২৫ ২০ ০৫ = ৫০
বাণিজ্য গ্রুপ : ৪৫৫ টি
বিজ্ঞান গ্রুপ: ৮৫ টি
মানবিক গ্রুপ : ২০ টি। মোট আসন সংখ্যা-৫৬০ টি




