
আজ ২৮ই মার্চ ২০২৩ ইং, সকাল ১০টা থেকে ডেন্টাল ভর্তি আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ৮ই এপ্রিল পর্যন্ত
সময়সূচী:
| পরীক্ষা ফি | ১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। |
| অনলাইনে আবেদন শুরুর ভারিখ : | ২৮-০৩- ২০২৩ খ্রি. মঞ্জালবার (সকাল ১০.০০ টা) |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ : | ০৮-০৪-২০২৩ খ্রি, শনিবার (রাত ১১:৫৯ মি.) |
| অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ : | ০৯-০৪-২০২৩ খ্রি. রবিবার (রাত ১১.৫৯ মি.) |
| প্রবেশ পত্র বিতরণ ডোউনলোড) : ৩০-০৪-২০২৩ খ্রি, | ৩০-০৪-২০২৩ খ্রি, রবিবার হতে ০২-০৫-২০২৩ খ্রি., মঙ্গলবার পর্যন্ত |
| ভর্তি পরীক্ষার তারিখ : | ০৫-০৫-২০২৩ খ্রি. শুক্রবার, সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত |
২০২২-২০২৩ খ্রি. শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা
(সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের জন্য প্রযোজ্য)
“বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল” কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা- ২০২৩ অনুষায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে।
Application Link: Click Here Or Direct: Click Here
শর্তাবলী:
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
(ক) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহগেচছ শিক্ষার্থীকে ২০২২ সনে এইচএসসি/’এ+লেভেল/সমমান ও ২০২০ সনে এসএসসি/ও* লেভেল/সমমান
অথবা ২০২১ সনে এইচএসসি/’এ” লেভেল/সমমান ও ২০১৯ সনে এসএসসি/’ও* লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে,
এইচএসসি/সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী ০২ (দুই) বছরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ হতে হবে।
(খ) এসএসসি “ও’লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি/ “এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায়
জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (7310199)) ন্যুনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস:
জীববিজ্ঞান ৩০; রসায়নবিদ্যা ২৫; পদার্থবিদ্যা ২০; ইংরেজি ১৫; সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর
প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। ভর্তিযোশ্য পরীক্ষার্থীদের মেধা তালিকাসহ ফল
প্রকাশ করা হবে।
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিয়লিখিতভাবে মূল্যায়ন করা হবে:
ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ ৭৫ নম্বর (সর্বোচ্চ)
খ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ ১২৫ নম্বর (সর্বোচ্চ)
[লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ঘোগফলের ভিত্তিতে
মেধা তালিকা প্রণয়ন করা হবে।
পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট ( ) নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি
মেডিকেল কলেজ ৰা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ৮.০ (আট) নম্বর বাদ দিয়ে মেধা তালিকা তৈরি করা হবে।
অনলাইনে আবেদন পুরণ করার সময় নির্দেশাবলি ভালোভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী
সতর্কতার সাথে পূরণ করতে হবে।
আরও পডুন: এখানে চাপুন



