
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি কলেজসমূহের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চয়ন । কলেজ ভর্তি নিশ্চয়ন ২০২৩ নির্দিষ্ট সময়ের মধ্যে xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে ।
২০২৩ সালের এইচএসসি-আলিম একাদশ শ্রেণির ১ম দফার ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ ও কলেজ নিশ্চায়নের রেজিষ্ট্রেশন পেমেন্ট যাচাই পদ্ধতি সম্পর্কে জানুন।
কলেজ একাদশের ভর্তি রেজাল্ট পরবর্তী কলেজ নিশ্চায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। নির্ধারিত তারিখের মধ্যে নিশ্চায়ন না করলে কলেজ সিলেকশন বাতিল হবে।
কলেজ ভর্তি নিশ্চায়ন করার প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য ২০২৩
দেশের সকল বোর্ডের সরকারি ও বেসরকারি কলেজ সমূহের ১ম ধাপের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে । মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে , নিশচায়ন করতে ব্যর্থ হলে পূনরায় আবেদন করতে হবে ।
এইচএসসি-আলিম ভর্তির ১ম পর্যায়ের মেধা তালিকার ফল ৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ সন্ধার সময় প্রকাশ করা হয়। রেজাল্ট প্রকাশের পর হতে মোবাইল এসএমএস ও অনলাইনে ১ম দফার কলেজ ভর্তির রেজাল্ট পাওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে, ১ম পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচী | তারিখ |
---|---|
১ম মেধাতালিকা প্রকাশ: | ০৫ সেপ্টেম্বর ২০২৩ |
১ম পর্যায়ে নিশ্চায়ন | ০৭ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩ |
২য় পর্যায়ের আবেদন গ্রহণ | ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৩ |
২য় পর্যায়ের ফলাফল | ১৬ সেপ্টেম্বর ২০২৩ |
২য় পর্যায়ের নিশ্চায়ন | ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৩ |
৩য় পর্যায়ের আবেদন গ্রহন | ২০ ও ২১ সেপ্টেম্বর ২০২৩ |
৩য় পর্যায়ের ফলাফল | ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
৩য় পর্যায়ের নিশ্চায়ন | ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৩ |
ভর্তি নিশ্চায়ন ফি | ৩৩৫ টাকা |
ভর্তি | ২৬ সেপ্টেম্বর থেকে ০৫ অক্টোবর ২০২৩ |
ক্লাশ শুরু | ০৮ অক্টোবর ২০২৩ |
কলেজ নিশ্চায়নের পেমেন্ট যাচাই পদ্ধতি ২০২৩
এই নিশ্চয়নের অর্থ হলো, নির্বাচিত কলেজের ভর্তির জন্য বোর্ডের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা। নিশ্চয়ন ফি পরিশোধ করা মানে, নির্বাচিত কলেজ শিক্ষার্থী ভর্তি হবেন এটা নিশ্চিত করা।
কলেজ নিশ্চয়ন না করলে, সংশ্লিষ্ট কলেজের নির্বাচন ও ভর্তি আবেদন বাতিল হবে। এতে করে নতুন করে আবেদন ফি দিয়ে আবারো ভর্তি আবেদন করতে হবে। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।
একাদশ শ্রেণির ভর্তির নিশ্চায়ন ফি ৩৩৫/= (তিন শত পঁয়ত্রিশ) টাকা। মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতির মাধ্যমে এই বোর্ড ফি পরিশোধ করতে হবে।
১ম পর্যায়ের শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ৭/০৯/২০২৩ থেকে ১০/০৯/২০২৩ খ্রি. তারিখের মধ্যে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ
নিশ্চায়ন কি : ভর্তি নিশ্চায়ন হচ্ছে কোন কলেজে মেধাতালিকায় স্থান পাওয়ার পর নিশ্চিত করা যে আপনি ভর্তি হবেন ।
কখন নিশ্চায়ন করতে হয় : মেধা তালিকায় স্থান পাওয়ার পর যেকোন একটি কলেজে নিশ্চায়ন করতে হবে ।
আপনি যদি প্রথম ধাপে কোন কলেজে ভর্তি হওয়ার জন্য মনোনীত হন এবং সেটি যদি কোন কারণে নিশ্চায়ন করতে না চান তবে দ্বিতীয় ধাপে পূণরায় আবেদন করে, কলেজ নির্বাচন করতে পারবেন । তবে উল্লেখ্য যে, মনোনীত হওয়ার পর পরই নিশ্চায়ন না করে, পরবর্তী ধাপে আবেদন করে ভর্তি হওয়ার ক্ষেত্রে আসন না পাওয়ার অনিশ্চয়তা থাকে ।
একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি ২০২৩
এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করে কলেজ ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ভর্তি নিশ্চায়ন করা যাবে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং টেলিটক রিচার্জের এর মাধ্যমে। নিম্নে সেগুলো দ্বারা ফি প্রদান করার পদ্ধতি দেওয়া হলোঃ
বিকাশের মাধ্যমে বোর্ড ফি প্রদান পদ্ধতি

নগদের অ্যাপ মাধ্যমে বোর্ড ফি প্রদান পদ্ধতি

নগদের USSD এর মাধ্যমে বোর্ড ফি প্রদান পদ্ধতি

রকেটের মাধ্যমে বোর্ড ফি প্রদান পদ্ধতি
১ম ধাপ: ডায়াল করুন *322* ।
২য় ধাপ: Payment অপশনে ক্লিক করুন। তারপর Bill Pay অপশনে ক্লিক করুন অথবা শুধু প্রথমেই Bill pay অপশন পাবেন।
৩য় ধাপ: এখন Self ও Other নামে দুটি অপশন পাবেন।
নিজের রকেট একাউন্ট হলে self অপশনে ও অন্যের একাউন্ট হলে other অপশনে ক্লিক করতে হবে।
৪র্থ ধাপ: Enter payer mobile number -এর স্থনে আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে।
৫ম ধাপ: তারপর Biller ID অপশনে *** লিখতে হবে।
৬ষ্ঠ ধাপ: Answer অপশন প্রেস করে Bill Number -এ বোর্ড কোড<>পাসের সন<>রোল নম্বর দিতে হবে। কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নেই। উদাহরণ: Bill Number DHA2019162535
৭ম ধাপ: Answer প্রেস করে *** লিখুন।

উপায়ের মাধ্যমে বোর্ড ফি প্রদান পদ্ধতি

টেলিটক রিচার্জের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি
CAD<space>বোর্ডের ১ম তিন অক্ষর<space>রোল নম্বর<space>পাশের সন। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ: CAD DHA 104285 2022
প্রথম এসএমএস পাঠানো হলে Reply এসএমএসে শিক্ষার্থীর নাম, শিক্ষা বোর্ড, রোল নম্বর সহ একটি পিন নম্বর আসবে।
CAD<space>YES<space>PIN NUMBER<space>একটি মোবাইল নম্বর। এক্ষেত্রে মোবাইল নম্বরটি শিক্ষার্থীর আবেদনের দেওয়া নম্বরটি হতে হবে। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ: CAD YES 121252 01762******

আপনার পরিশোধ করা একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ফি বোর্ডে সঠিকভাবে জমা পড়েছে তা যাচাই করার পদ্ধতি জানুন।
কলেজ ভর্তি নিশ্চায়ন ফি যাচাই ২০২৩
আপনার জমাকৃত অর্থ বোর্ডে জমা হলে আপনি নিচের ঠিকানা থেকে তা যাচাই করে দেখতে পারেন।
http://smart2.xiclassadmission.gov.bd/board/viewRegPayment22_23
নিচের ছবির মত রেজিস্ট্রেশন ফি পরিশোধ যাচাই ফরম আসবে। এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীর তথ্য দিলে দেখা যাবে সঠিকভাবে বোর্ড ফি জমার তথ্য।

যেকোনো তথ্য জানতে বা তথ্য দিতে নিচে কমেন্ট করুন।