
কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩, ২২ এপ্রিল ২০২৩ সালে প্রকাশ হয়েছিল। আজ ৮ই জুন সকাল থেকে কৃষি গুচ্ছ আবেদন শুরু হয়েছে। নিচে দেয়া লিংক থেকে সবাই আবেদন করতে পারবে।
যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তাই অনেকেই তাদের ভর্তি বিজ্ঞপ্তি খোঁজ করছে। তাই আপনাদের সুবিধার্থে আমাদের এখানে আজকের এই পোস্টটি করা হয়েছে। যাতে করে আমাদের এখান থেকে আপনি এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন।
কৃষি গুচ্ছ ভর্তি তথ্য ২০২৩
যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিতো হয়েছে সেহেতু অনুমান করা যাচ্ছে যে অল্প কিছু দিনের মধ্যেই কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিতো হবে।আমরা আমাদের আর্টিকৈলটিতে আলোচনা করবো কৃষি গুচ্ছ ভর্তি তথ্য ২০২৩ নিয়ে। আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়,ইজ্ঞিনিয়ারিং বা মেডিকেলে পড়ার।বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় অন্যতম।আমরা যারা শিক্ষার্থী আমাদের অনেকেরই ইচ্ছা থাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার।
সমন্বিত ৮ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৩
কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার শুধু ইচ্ছা থাকলেই হবে না,কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে দরকার কঠোর পরিশ্রম।আমি আমার এই আর্টিকেলটিতে কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তির সকল বিষয় নিয়ে বিস্তারিতো আলোচনা করবো।সুতরাং আমাদের আর্টিকেলটি তোমাদের পড়া অত্যান্ত জড়–রী।যেহেতু ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিতো হয় নি,ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিতো হওয়ার সাথে সাথেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
কৃষি বিশ্ববিদ্যালয় আবেদন যোগ্যতা ২০২৩
আমি এখানে আলোচনা করবো কৃষি বিশ^বিদ্যালয়ের আবেদন যোগ্যতা নিয়ে।
এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদা ভাবে ৪.০০ এবং চতুর্থ বিষয়সহ সর্বমোট ৮.৫০ পেতে হবে তবেই আবেদনের যোগ্য বলে বিবেচিতো হবে।এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।
পাশের সাল:এসএসসি বা সমমান ২০১৮/২০২১৯/২০২০ এইচএসসি বা সমমান ২০২১/২০২২।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাববণ্টণ ২০২৩
আমি এখানে আলোচনা করবো কৃষি গুচ্চ ভর্তি পরীক্ষার মানবণ্ট নিয়ে।
কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা হবে ১০০মার্কের আর ৫০মার্ক থাকবে এসএসসি এবং এইচএসএসসি পরীক্ষার রেজাল্ট এর উপর।অর্থাৎ মোট ১৫০ মার্কের ভর্তি পরীক্ষা হবে ।এর মধ্যে ১০০টি এমসিকিউতে থাকবে ১০০মার্ক আর বাকি ৫০মার্ক রেজাল্ট এর উপর।প্রতটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে মার্ক কাটা যাাবে।এখানে জীববিজ্ঞানে থাকবে ৩০,পদার্থ ২০,রসায়ন ২০,গণিত ২০,ইংরেজী ১০।
আবেদন শুরু:৮ই জুন
আবেদন শেষ:১০ই জুলাই
পরীক্ষা:৫ই আগস্ট
আবেদন ফি: ১২০০ (+২২৳ গেটওয়ে চার্জ)
প্রবেশপত্র ডাউনলোড:
ভর্তি বিষয়ক ওয়েবসাইট:acas.edu.bd

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম ও আসন সংখ্যা
আমি এখানে আলোচনা করবো ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম এবং সেই ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিয়ে।
| বিশ্ববিদ্যালয়ের নাম | আসন সংখ্যা |
| বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ | ১১১৬টি |
| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ,গাজীপুর | ৩৬০টি |
| শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ,ঢাকা | ৭০৪টি |
| সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় | ৪৩১টি |
| খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় | ১৫০টি |
| হবিগজ্ঞ কৃষি বিশ্ববিদ্যালয় | ৯০টি |
| পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়(কৃষি অনুষদ) | ৪৪৩টি |
| চট্টগ্রাম ভেটানারী ও এ্যানিমেল সায়িন্স বিশ্ববিদ্যালয় | ২৪৫টি |
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতি ২০২৩
আমি এখানে আলোচনা করবো অনলাইনে কিভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হয় সেই বিষয়টি নিয়ে।
১.প্রথমে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে নিধারিতো ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে।
২.তারপর ওয়েবসাইটে আবেদন করুন এই অপশন আসবে।
৩.আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি আবেদন ফর্ম ওপেন হয়ে যাবে।
৪.সেই আবেদন ফর্মে আপনার সকল তথ্য সঠিকভাবে দিন।
৫.আপনার যদি কোন কোটা থাকে তাহলে সেই কোটার অপমন পুরণ করবেন।
৬.সকল তথ্য সঠিকভাবে দিন এবং আপনার পছন্দের কলেজ সিলেক্ট কুরুন,তারপর সাবমিট করুন
৭.সাবমিট করার পরে আপনাকে একটি পিন এবং পাসওয়ার্ড দেওয়া হবে ,সেই পিন ও পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার টাকা পরিশোধ করুন।

আবেদন ফি:এবারে ২০২৩ সালে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি নিধারণ করা হয়েছে ১২০০টাকা। এই আবেদন ফি বিকাশ,রকেট,নগদ ইত্যাদির মাধ্যমে দিতে পারবে।নিধারিতো সময়ের মধ্যেই আবেদন ফি পরিশোধ করতে হবে তা না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র
৮টি কৃষি বিশ্ববিদ্যালয় মিলে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতো হবে।তোমরা যারা যখন অনলাইনে আবেদন করবে তখনই তোমার পছন্দ অনুযায়ী তুমি যেকোন আটটি কেন্দ্র সিলেক্ট করতে পারবে। কেন্দ্র হিসেবে এই আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ই থাকবে। আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী কেন্দ্রে অসন শুন্য থাকার সাপেক্ষে পরীক্ষার কেন্দ্র নিধারণ করা হবে।



