তারেক রহমান জাহাঙ্গীরঃ গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি এর ক্যাডেট শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় প্রতিষ্ঠানটির ক্যাডেট শাখার জন্য সহকারী শিক্ষক (গণিত) বাংলা ভার্সন-০২ জন (স্নাতক), সহকারী শিক্ষক (গণিত) ইংলিশ ভার্সন- ০২ জন (স্নাতক), সহকারী শিক্ষক-০১ জন (স্নাতক), সহকারী শিক্ষক প্লে গ্রুপ – দ্বিতীয় শ্রেণীর ৮ (আট) জন, হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর-০১ জন (স্নাতক) আবশ্যক। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীগন ২ কপি ছবি ,জাতীয় পরিচয়পত্র সহ শিক্ষাগত যোগ্যতার সকল কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্বে প্রশাসনিক ভবনে জমা দিতে হবে। অথবা E-mail:gazipurshaheen@gmail.com পাঠাতে পারবেন।
পরীক্ষাঃ ০৮-০৪-২০২৩ সকাল ১১ টায়, যোগাযোগঃ চেয়ারম্যান- গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী, গাজীপুর- ঠিকানা: ২২৪, জোড়পুকুর রোড, জয়দেবপুর, গাজীপুর-১৭০০। মোবাইল:০১৬২৩-৮০০৮৭২, ০১৬৭৬-৫৩৬২৮৭



